চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই। সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ। আইনি ঝামেলায় থাকলেও মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত ১১ জন শিল্পীকে নিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হোটেল রেডিসন ব্লুতে ডিনার পার্টি করেছেন জায়েদ খান।
সেই মুহূর্তে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
সেই পার্টিতে জায়েদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।